সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে পাবনায় মানববন্ধন 

পাবনা প্রতিনিধি

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে পাবনায় মানববন্ধন 

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রোববার (২৫ আগস্ট) হামিদ রোডের প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছে। ভারতের পানি আগ্রাসনের কারণে আজ কত মানুষ বাস্তুহারা, শিশুদের কি মানবেতর জীবনযাপন, কত মানুষ মারা গিয়েছে! 

লোকের নাই ঘুম নেই এ পরিকল্পিত হত্যা ও ক্ষয়ক্ষতির বিচার দাবি করে বিশ্ব আদালতে।

এ সময় উপস্থিত ছিলেন, এস এম আদনান, সাংবাদিক গোলাম মোর্শেদ রানা, নবী নেওয়াজ আনন্দ টেলিভিশন। শিশির ইসলাম। আমাদের মাতৃভূমির আব্দুল্লাহ আল মোমিন। আমার সংবাদ জেলা প্রতিনিধি সফিক ইসলামসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। 

এ সময়ে বক্তারা বন্যার ক্ষয়ক্ষতি নিরুপণ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে আহ্বান জানান।

টিএইচ